BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • নরেন্দ্র মোদী কি একটা যাত্রিশূন্য...
      ফ্যাক্ট চেক

      নরেন্দ্র মোদী কি একটা যাত্রিশূন্য খালি ট্রেনের দিকে হাত নাড়ছিলেন? তথ্য যাচাই

      না, প্রধানমন্ত্রী মোদী কোনও খালি ট্রেনের উদ্দেশে হাত নাড়েননি l ভিডিও এবং ছবিতে দেখা গেছে ট্রেনটিতে যাত্রী ছিল

      By - Krutika Kale |
      Published -  29 Dec 2018 1:41 PM IST
    • সাম্প্রতিক একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে, আসামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ট্রেনের উদ্দেশে হাত নাড়ছেন। অনেকেরই দাবি—ট্রেনটিতে কোনও যাত্রীই ছিল না এবং প্রধানমন্ত্রী কেবল ছবি তোলার জন্যই এই তামাশা করেছেন। ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী ভারতের দীর্ঘতম রেল-সড়ক সেতু বগিবিল ব্রিজের উদ্বোধন করতে আসামে গিয়েছিলেন, যার পর তিনি তিনসুকিয়া-নহরলগুন এক্সপ্রেস ট্রেনটিও চালু করেন। সোশাল মিডিয়ায় অনেকে ঘটনাটি নিয়ে একটি মিম-ও তৈরি করে, যাতে লেখা হয়, সামনে দিয়ে চলে যাওয়া এক ফোটোগ্রাফারের ছায়ার দিকে নির্দেশ করে প্রধানমন্ত্রী মরিয়া হয়ে নজর কাড়ার চেষ্টা করছিলেন। পোস্টটির আর্কাইভ বয়ান দেখতে
      এখানে
      ক্লিক করুন। ফেসবুকে ওই ভিডিও নিয়ে অনেক পোস্ট বের হয়, যাতে প্রধানমন্ত্রীকে ঠাট্টা করে লেখা হয়, পাঁচটি রাজ্যে হেরে যাওয়ার পর অনেক আশ্চর্য ঘটনাই ঘটছে। প্রাক্তন অভিনেত্রী এবং কংগ্রেস দলের সর্বভারতীয় মুখপাত্র খুশবু সুন্দর ওই ভিডিওটি টুইট করে লেখেন—প্রধানমন্ত্রী এক কাল্পনিক জনতার উদ্দেশে হাত নাড়ছেন।

      Waving at an imaginary crowd @narendramodi ji??? Aale illadha kadaile yaarukku aiyya tea aathuringe??How much more due to intend to apend on self promotion???? Guys don't miss the trolley n camera shadow on the wall..always acting..when will you actually work PM ji??? pic.twitter.com/hX1AissJ9K

      — Khushbu Sundar.. (BJPwaalon ab thoda araam karlo) (@khushsundar) December 25, 2018
      খুশবু-র টুইটের আর্কাইভ বয়ানটি এখানে দেখুন। ওই প্রাক্তন অভিনেত্রী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, গোটা ব্যাপারটাই একটা সাজানো নাটক। টুইটের আর্কাইভ বয়ানটি এখানে দেখতে পারেন। মহারাষ্ট্রের কংগ্রেস মুখপাত্র শচিন সাবন্ত-ও ভিডিওটি শেয়ার করে লেখেন—হাত নাড়ার জন্য কেউ সেখানে উপস্থিত ছিল না এবং জনতা অনেক আগেই বগিবিল ব্রিজের নীচে চলে গিয়েছিল।

      If you see closely, there was nobody to whom @narendramodi ji is waving at. People were long under the #BogibeelBridge and people in train on the other side can not see anything from that angle. Fake Photo-op at his best. pic.twitter.com/EY049bwNIx

      — Sachin Sawant (@sachin_inc) December 26, 2018
      টুইটটির আর্কাইভ বয়ান এখানে দেখতে পারেন। বুম ঘটনাটির ভিডিও অনুসন্ধান করে ফেসবুকে একটি ভিডিও পায়, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, মোদী উপস্থিত লোকেদের দিকেই হাত নাড়ছেন এবং লোকেরাও তাঁর দিকে পাল্টা হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে। নীচের ভিডিওটি ১৫ মিনিট পর থেকে দেখতে শুরু করুন এবং ১৫ মিনিট ৪০ সেকেন্ড পর স্পষ্ট দেখা যাবে, ক্যামেরা আস্তে-আস্তে ট্রেনের দিকে ঘুরছে এবং ট্রেনের নম্বরও পড়া যাচ্ছে। আমরা প্রেস ইনফর্মেশন ব্যুরোর (পিআইবি) একটি টুইটও খুঁজে পেয়েছি, যাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বগিবিল ব্রিজের উপর দিয়ে যাওয়ার প্রথম প্যাসেঞ্জার ট্রেনটিরও উদ্বোধন করেন। সেই সঙ্গে এ বিষয়েও নিশ্চিত হয়েছি যে ট্রেনটিতে যাত্রীও ছিল। ঘটনার ভিডিওতে ট্রেনের যে নম্বরটি দেখা গেছে, পিআইবি-র নোটেও সেটির উল্লেখ রয়েছে।

      PM @narendramodi flagging off the first passenger train passing through the #BogibeelBridge in Assam. pic.twitter.com/0ec7CAiy1v

      — PIB India (@PIB_India) December 25, 2018
      পিএমও ইন্ডিয়ার ইউ-টিউবে একটি ভিডিওতেও দেখা গেছে, ট্রেনের মধ্যে যাত্রীরা ছিল, যাদের উদ্দেশে প্রধানমন্ত্রী হাত নাড়ছিলেন। বগিবিল ব্রিজটি উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী তিনসুকিয়া-নহরলগুন এক্সপ্রেস ট্রেনটিও উদ্বোধন করেন। ট্রেনটি অরুণাচল প্রদেশের নহরলগুন-এর সঙ্গে আসামের তিনসুকিয়াকে সংযুক্ত করছে। বগিবিল ব্রিজটির উদ্বোধন হয় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে। এই ব্রিজটি আসাম চুক্তির অন্যতম শর্ত ছিল এবং ১৯৯৭-৯৮ সালে ব্রিজটির নির্মাণ অনুমোদিত হয়। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ১৯৯৭ সালে ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তদানীন্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া।

      Tags

      নরেন্দ্র মোদীফিচার্ডফেকিং নিউজফেসবুক
      Read Full Article
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!